ভারত শুধু হিন্দুদের! মানেন না অধিকাংশ ভারতবাসী

ফাইল চিত্র

ভারতে ধর্মীয় সহনশীলতা কেমন, তা নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছে সিএসডিএস-লোকনীতি। ‘ভারত শুধু হিন্দুদের নয়, সমস্ত ধর্মের মানুষেরই দেশ’ এবং ‘ভারত শুধু হিন্দুদেরই’– এই দুটি বক্তব্য সম্পর্কে বিভিন্ন ধর্ম, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও বাসস্থানের দিক দিয়ে বিভিন্ন স্তরের মানুষকে সমীক্ষকরা মতামত দিতে অনুরোধ করেছিলেন। আরএসএস-বিজেপি যতই ভারতকে ‘হিন্দুরাষ্ট্রক্স বানানোর হুঙ্কার দিক, দেখা যাচ্ছে অধিকাংশ মানুষই সমীক্ষকদের জানিয়েছেন, ভারত সমস্ত ধর্মের মানুষেরই দেশ। সমীক্ষায় দেখা যাচ্ছে, শুধু মুসলমান কিংবা অন্য সংখ্যালঘু ধর্মের মানুষই নয়, এমনকি হিন্দু ধর্মাবলম্বী মানুষের বেশিরভাগ অংশই মনে করেন ভারত সমস্ত ধর্মের মানুষের দেশ।
আরও দেখা যাচ্ছে, প্রবীণ ও শিক্ষায় পিছিয়ে থাকা মানুষের তুলনায় তরুণ ও শিক্ষিত মানুষদের আরও বড় অংশ ভারতকে শুধু হিন্দুদের দেশ মনে করেন না। আবার গ্রামের তুলনায় শহরের বড় অংশের মানুষ সব ধর্মের সহাবস্থানে বিশ্বাসী। সমীক্ষার ফলাফল নিচের তালিকাগুলিতে প্রকাশ করা হল।
(সূত্রঃ দ্য হিন্দু, ১২ এপ্রিল, ২০২৪)

 ভারত শুধু হিন্দুদের নয়, সমস্ত ধর্মের মানুষের দেশ 

 ৭৯ শতাংশ

 ভারত শুধু হিন্দুদের দেশ

 ১১ শতাংশ

 কোনও মতামত নেই

 ১০ শতাংশ

যাঁরা মনে করেন, ভারত শুধু হিন্দুদের নয়, সমস্ত ধর্মের মানুষের দেশ

শিক্ষাগত যোগ্যতা

 স্কুলশিক্ষা বঞ্চিত

 ৭২ শতাংশ

 স্নাতক ও তার ঊর্ধ্বে

 ৮৩ শতাংশ

বাসস্থান

 গ্রাম

 ৭৬ শতাংশ

 শহর

 ৮৫ শতাংশ

 বড় শহর

 ৮৪ শতাংশ

যাঁরা মনে করেন, ভারত শুধু হিন্দুদের নয়, সমস্ত ধর্মের মানুষের দেশ

ধর্ম

 হিন্দু

 ৭৭ শতাংশ

 মুসলমান

 ৮৭ শতাংশ

 অন্যান্য সংখ্যালঘিষ্ঠ

 ৮১ শতাংশ

বয়স

 ১৮-২৫ বছর

 ৮১ শতাংশ

 ৫৬ বছর ও তার ঊর্ধ্বে

 ৭৩ শতাংশ