Breaking News

ভাতা বৃদ্ধি অনৈতিক– এস ইউ সি আই (সি)


রাজ্যের মন্ত্রী বিধায়কদের ভাতা বাড়ানোর তীব্র বিরোধিতা করে এসইউসিআই(সি) রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন,

যখন জিনিসপত্রের অগ্নিমূল্যের ফলে মানুষের প্রাণ ওষ্ঠাগত, সাধারণ মানুষের প্রকৃত উপার্জন কমছে, সরকার নিজেই বারবার অর্থ সংকটের কথা বলছে ও সেই অজুহাতে সরকারি কর্মচারী ও শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে অস্বীকার করছে, আশা, আইসিডিএস সহ স্কিম ওয়ার্কার্সদের নূ্যনতম ভাতা দিতে পারছে না এবং লক্ষ লক্ষ শূন্য পদে নিয়োগ স্থগিত রয়েছে তখন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধী দলনেতা ও বিধায়কদের মাসিক ভাতা সহ বেতন এক ধাক্কায় চল্লিশ হাজার টাকা বৃদ্ধি করে যথাক্রমে ১,২১,০০০ টাকা, ১,৪৯,৫০০ টাকা এবং ১,৫০,০০০ টাকা করা কোন জনস্বার্থের প্রতিফলন, তা আমাদের বোধগম্য নয়। জনপ্রতিনিধিরা জনস্বার্থ রক্ষার পরিবর্তে নিজেদের আখের গোছানোর জন্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠতাকে হাতিয়ার করছে, যা সম্পূর্ণ অনৈতিক। আমরা এই অনৈতিক এবং চূড়ান্ত জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে এই ঘোষণা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।