চার বছর ধরে তমলুক শহরের পাশে পায়রাটুঙি ব্রিজটি ভাঙা অবস্থায় রয়েছে৷ প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন৷ অথচ সারানোর জন্য প্রশাসনের উদ্যোগ নেই৷ এলাকার মানুষ ‘পাকা ব্রিজ নির্মাণ কমিটি’ গঠন করে প্রশাসনের স্তরে স্তরে ডেপুটেশন দিলেও সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি৷ ক্ষুব্ধ গ্রামবাসীরা ১৫ মার্চ তমলুক–পাঁশকুড়া রাস্তা অবরোধ করে৷ দু ঘন্টা অবরোধের পর সেচ দপ্তরের এসডিও এসে দ্রুত নতুন ব্রিজ নির্মাণ ও পুরনো ব্রিজ সারাইয়ের প্রতিশ্রুতি দেন৷ উল্লেখ্য, পরের দিনই ভাঙা ব্রিজটি নির্মাণের কাজ শুরু হয়েছে৷