২৭ জুলাই অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম–এর সাধারণ সম্পাদক জগন্নাথ রায়মণ্ডল এক বিবৃতিতে বলেন, সংবাদে প্রকাশ কেন্দ্রের বিজেপি সরকার ৩ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ককে বেসরকারিকরণ করতে চলেছে৷ অতীত অভিজ্ঞতা বলছে, বেসরকারি ব্যাঙ্কগুলি গ্রাহকদের অন্ধকারে রেখে হঠাৎ বন্ধ হয়ে যায়৷ গত শতকের ৩০, ৪০ এবং ৫০ এর দশকে ব্যাঙ্কগুলি নিজেদের দেউলিয়া ঘোষণা করার ফলে কর্মীরা তাদের চাকরি হারাচ্ছিলেন৷ বর্তমানে যখন ব্যাঙ্ক কর্মচারীদের চাকরির সাথে সাথে জনগণের গচ্ছিত টাকারও কোনও নিরাপত্তা নেই, করোনা মহামারি পরিস্থিতিতে যখন প্রতিবাদের সব রকম রাস্তা বন্ধ, তার সুযোগে কেন্দ্রীয় সরকার সেই অতীতদিনগুলি ফিরিয়ে আনতে চাইছে৷ কয়েক মাস আগেই কেন্দ্রীয় সরকার সেই নীতিকে কার্যকর করে রাষ্ট্রায়ত্ত ১০টি ব্যাঙ্ককে একত্রিত করে ৪টি ব্যাঙ্কে পরিণত করেছে৷ এই সুযোগে কেন্দ্রের বিজেপি সরকার শ্রম আইনগুলিতে পরিবর্তন করার চেষ্টা করে ব্যাঙ্ককর্মচারীদের কাজের সময় ৮ ঘন্টা থেকে বাড়িয়ে ১২ ঘন্টা করার এবং অন্যান্য নানা শ্রমিক–বিরোধী ও জনবিরোধী নীতি চালু করতে চাইছে৷ এই পরিস্থিতিতে আমরা সবাইকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের জন্য সরকারের এই অশুভ প্রচেষ্টাকে প্রতিহত করতে এগিয়ে আসার আবেদন করছি৷