রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ, ছাঁটাই, স্থায়ী কাজে নিযুক্ত কন্ট্রাক্ট-ক্যাজুয়াল কর্মীদের স্থায়ীকরণ, এনপিএ কমাতে সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন, বিজ্ঞানসম্মত বেতন কাঠামো নির্ধারণ, এনপিএস-এর পরিবর্তে পুরানো পেনশন স্কিম চালুর দাবিতে ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, ওড়িশা রাজ্য কমিটির উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের সম্পাদক গৌরীশঙ্কর দাস এবং প্রধান বক্তা ছিলেন এআইইউটিইউসি ওড়িশা রাজ্য সম্পাদক জয়সেন মেহের।
রাজেন্দ্র প্রসাদ পট্টনায়েককে সভাপতি এবং পূর্ণ চন্দ্র বেহেরাকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্যের ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, ওড়িশা রাজ্য কমিটি গঠিত হয়।