Breaking News

বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যু ভয়াবহ দুর্নীতির পরিণাম

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিষাক্ত স্যালাইন ব্যবহারের ফলে পাঁচজন প্রসূতির গুরুতর অসুস্থ হয়ে পড়েন, একজনের মৃত্যু ঘটে। এর প্রতিবাদে এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১০ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, এই ঘটনা রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে চূড়ান্ত গাফিলতি, অপদার্থতা ও দুর্নীতির চিত্রকে আবার সামনে এনে দিল। অভিযোগ উঠেছে যে, বিতর্কিত এবং অন্য এক রাজ্য সরকারের কালো তালিকাভুক্ত কোম্পানির স্যালাইন ব্যবহার করা হয়েছে এবং হাসপাতালে এখনও তা মজুত আছে।

পরে গুরুতর অসুস্থ প্রসূতিদের মেদিনীপুর থেকে কলকাতার এসএসকেএম-এ ভর্তি করতে আনা হলে ১৩ জানুয়ারি কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, এই ঘটনা প্রমাণ করল, স্বাস্থ্য সচিব থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে যা যা বলেছিলেন, তা মিথ্যা ছাড়া আর কিছু নয়। তিনি দাবি করেন, নিষিদ্ধ সংস্থার ওষুধ কেনা ও ব্যবহার করার জন্য কারা দায়ী, তা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে জানাতে হবে। বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের ওই কোম্পানির ওষুধ বাতিল করতে হবে এবং ঘটনার সঙ্গে যুক্ত হাসপাতাল কর্তৃপক্ষ সহ স্বাস্থ্যক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, আর জি কর মেডিকেল কলেজে অভয়ার নৃশংস খুন-ধর্ষণের ঘটনায় স্বাস্থ্যক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতির চিত্র সামনে এসেছে, তার বিরুদ্ধেও মানুষ প্রতিবাদে ফেটে পড়েছিল। মেদিনীপুর মেডিকেল কলেজের এই ঘটনা প্রমাণ করল সরকার দুর্নীতি প্রতিরোধে কোনও কার্যকরী ব্যবস্থাই গ্রহণ করেনি। জনগণের জীবনরক্ষায় সরকারের এই চরম অবহেলার মনোভাবের আমরা তীব্র প্রতিবাদ করছি।