Breaking News

বিলকিস বানো মামলাঃ সুপ্রিম কোর্টের রায় গুজরাট সরকারের গালে চপেটাঘাত

 

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৮ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, ২০০২-এর দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ ও তাঁর পরিবারের ৭ জনের হত্যাকারীদের সাজা মকুব করার যে সিদ্ধান্ত গুজরাট সরকার নিয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তাকে বাতিল করে অপরাধীদের দু’সপ্তাহের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে বলেছে।

এই রায় গুজরাট সরকারের গালে একটি চপেটাঘাত। এই রায় স্পষ্ট দেখিয়ে দিল কী ভাবে গুজরাট সরকার হীন রাজনৈতিক স্বার্থে মহারাষ্ট্র্র সরকারের ক্ষমতা আত্মসাৎ করে বেআইনিভাবে এমন অপরাধীদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, যারা মহিলাদের উপরে বিরলের মধ্যে বিরলতম অপরাধ করার জন্য দায়ী। আমরা গুজরাট সরকারের এই হীন কাজের তীব্র নিন্দা করছি।