দক্ষিণ কলকাতার শরৎ বসু রোড ধরে কিছুদিন আগেও চলাচল করত অনেকগুলি রুটের বাস। কিন্তু করোনা অতিমারির পর থেকে ৩সি/২, লেক রোড-হাওড়া মিনি, প্রিন্স আনোয়ার শাহ মিনিবাস পরিষেবা দীর্ঘদিন বন্ধ। এই রুটগুলির বাস পরিষেবা অবিলম্বে চালুর দাবি সহ একাধিক পরিবহণ সমস্যা নিয়ে ৯ মার্চ পাবলিক ভেহিকেল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে এলাকার তিন শতাধিক মানুষের স্বাক্ষরিত দাবিপত্র দিল ‘দক্ষিণ কলকাতা জনস্বার্থ রক্ষা মঞ্চ ‘। এই দাবিপত্রে বেশ কয়েকদিন ধরে স্বাক্ষর সংগ্রহ করেন তাঁরা। নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদিকা স্বাতী দত্ত, শিবাজী দে, সন্দীপ দত্ত, দিলীপ চ্যাটার্জী, নিমাইদে, বিশ্বজিৎ বিশ্বাস (মিঠু) প্রমুখ।
২৫ মার্চ আরটিএ-র পক্ষ থেকে এই দাবির যৌক্তিকতা স্বীকার করে কমিটিকে চিঠি দিয়ে জানানো হয়, অবিলম্বে এই বাস রুটগুলি চালুর জন্য তারা নির্দেশ জারি করছে।