Breaking News

বাঙ্গালোর মেট্রো রেলে ভাড়া বৃদ্ধির প্রস্তাবে না এসইউসিআই(সি)-র

কর্ণাটকে বাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল) পরিচালিত ‘নাম্মা মেট্রো’য় প্রতিদিন প্রায় ৭ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এদের মধ্যে চাকুরে, ছাত্র-ছাত্রীরা ছাড়া দিনমজুররাও আছেন। সম্প্রতি ভাড়া বাড়ানোর প্রস্তাব করে যাত্রীদের মতামত চায় ওই সংস্থা। এস ইউ সি আই (সি)-র বাঙ্গালোর জেলা কমিটির পক্ষ থেকে এই প্রস্তাবের প্রবল বিরোধিতা করা হয়। বলা হয়, মেট্রোর ভাড়া বাড়ানো হলে তা ইতিমধ্যেই মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত লক্ষ লক্ষ নিত্যযাত্রীর উপর অতিরিক্ত বোঝা হিসাবে আসবে। ভাড়া বৃদ্ধির এই প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করার জন্য দলের পক্ষ থেকে বিএমআরসিএল-এর কাছে স্মারকলিপিও পেশ করা হয়।