বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ৭৮ জন অস্থায়ী (ডি আর ডব্লু) কর্মচারী দীর্ঘ ২০–২২ বছর ধরে কাজ করে চলেছেন৷ পশ্চিবঙ্গ সরকারের ২০১১ সালে জারি করা নির্দেশ অনুযায়ী তাঁরা স্থায়ী হওয়ার যোগ্য৷ এই কর্মচারীদের স্থায়ীকরণ সহ দশ দফা দাবিতে ২২ মার্চ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্টাফ গেটের সামনে কর্মচারীরা বিক্ষোভ অবস্থান করেন৷ উল্লেখ্য যে, এই কর্মচারীদের দৈনিক প্রাপ্য মজুরির থেকে ২০ টাকা কম দেওয়া হচ্ছে৷ ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে এই অন্যায় চলছে৷ কর্তৃপক্ষ তা স্বীকার করে নিলেও আজও কর্মচারীদের সেই প্রাপ্য বকেয়া টাকা দেওয়া হয়নি৷
সকল কর্মচারীর মাসে ২৮ দিনের কাজ, হাসপাতালে দালাল চক্র বন্ধ, প্রত্যেক অস্থায়ী কর্মচারীর পরিচয়পত্র প্রদান, হাসপাতালে সুষ্ঠু পরিষেবার লক্ষ্যে শূন্য পদে লোক নিয়োগ, মাতৃমা ভবনের সামনে ছাডনির ব্যবস্থা প্রভৃতি দাবিতে এই অবস্থান ছিল সরব৷ অস্থায়ী কর্মচারীদের সাথে সাথে বহু নিয়মিত কর্মচারী এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন৷ বিপিটিএ–র জেলা সভাপতি স্বপন গরাই অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করেন৷ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইডনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ দাস, জেলা সভাপতি অনুপ বিশ্বাস, জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ প্রমুখ অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন৷