বাঁকুড়া জেলার মিড-ডে মিল কর্মীরা তাদের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি, অবসরের পর পেনশন, পি এফ চালু, মাসিক ২১ হাজার টাকা বেতন, অবিলম্বে বকেয়া বেতন প্রদান ও অন্যান্য দাবিতে ২৯ ডিসেম্বর জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন। জেলার বিভিন্ন ব্লক থেকে দুই শতাধিক কর্মী সুসজ্জিত মিছিল করে জেলাশাসকের দপ্তরে যায়। ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে সনাতন দাস ও জেলার অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। সাত সদস্যের প্রতিনিধিদল জেলাশাসকের কাছে দাবিপত্র দেন। তিনি স্থানীয় দাবিগুলি পূরণের আশ্বাস দেন। সংগঠনের পক্ষ থেকে সুজিত রায় মিড-ডে মিল কর্মীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আরও তীব্র আন্দোলনের আহ্বান জানান। অন্যতম সংগঠক স্বপন গরাই বলেন, যে দু’মাস স্কুল বন্ধ থাকে সেই মাসগুলিতেও বেতন দিতে হবে।
কোচবিহারে সম্মেলনঃ ২৬ ডিসেম্বর কোচবিহার ১নং ব্লকে সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় সাহেবের হাট হাইস্কুলে। উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সুনন্দা পণ্ডা এবং জেলা সংগঠক রীনা ঘোষ ও সদর মহকুমা কমিটির সভানেত্রী মঞ্জু সাহা। দুই শতাধিক মিড-ডে মিল কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন। শঙ্করী রায়কে সভানেত্রী, পারুল বর্মনকে সম্পাদিকা করে ২১ জনের ব্লক কমিটি গঠিত হয়।