কোলাঘাটে রূপনারায়ণের ধসে যাওয়া নদীবাঁধের সমস্যা সমাধানে হাওড়া জেলা লাগোয়া বিশাল চর অপসারণ, মেছেদা–বাঁপুর, সোয়াদিঘি, দেহাটি, টোপা ড্রেনেজকাট সহ সমস্ত নিকাশি খালে জমে থাকা জঞ্জাল, কচুরিপানা, পড়ে থাকা গাছ প্রভৃতি জঞ্জাল অবিলম্বে অপসারণ, সমস্ত স্লুইসের অকেজো শাটার পরিবর্তন, খালের ভেতরে জবরদখল বন্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ প্রভৃতি সাত দফা দাবিতে ১৯ আগস্ট পূর্ব মেদিনীপুর জেলা বন্যা–ভাঙন–খরা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সেচ দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি পেশ করা হয়৷
২২ আগস্ট উপরোক্ত দাবিতে সোয়াদিঘি খাল সংস্কার সমিতির ডাকে দুই শতাধিক জলবন্দি মানুষ জেলা সেচ দপ্তরে বিক্ষোভ দেখান৷ দপ্তরের এসডিও সমিতির নেতৃবৃন্দের সাথে জলবন্দি এলাকা পরিদর্শনে যেতে বাধ্য হন৷ ওই দিনই কৃষক সংগ্রাম পরিষদ ও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজারকে স্মারকলিপি দিয়ে দ্রুত জমা জল নিষ্কাশন ও বর্ষার পরেই মেছেদা–বাঁপুর খাল সংস্কার সহ আট দফা দাবি জানানো হয়৷