বন্দিদের মুক্তির দাবি জানাল এস ইউ সি আই (সি)

কোভিড-১৯ অতিমারি পরিস্থিতিতে জেলবন্দিদের মধ্যে রোগ সংক্রমণের আশঙ্কা থাকায় তাঁদের মুক্তির অনুরোধ জানিয়ে ২২ সেপ্টেম্বর সংশোধনাগার পরিষেবা দপ্তরের মন্ত্রীর কাছে একটি চিঠি পাঠান দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন বিধায়ক কমরেড তরুণ নস্কর।

চিঠিতে তিনি বলেন, কোভিড-১৯ সংক্রমণের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশোধনাগারগুলি থেকে বন্দিদের কয়েক মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। সময়সীমা শেষ হওয়ার পর তাঁদের আবার সংশোধনাগারে ফিরে যেতে হয়েছে। এঁদের মধ্যে অনেক অশীতিপর বন্দিও আছেন। কিন্তু দেশে কোভিড সংক্রমণের বর্তমান যে হার এবং বিভিন্ন সংশোধনাগারের যা পরিস্থিতি তাতে এঁদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখা দিয়েছে। জানা গেছে, দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর সংশোধনাগারে প্রতিদিন কাজে আসা প্রহরীদের ৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে বন্দিরা কোভিড আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগছেন। অন্য সংশোধনাগারগুলির পরিস্থিতি ভিন্ন হওয়ার কথা নয়। এই পরিপ্রেক্ষিতে তিনি অনুরোধ করেছেন, বন্দিদের আবার যেন প্যারোলে মুক্তি দেওয়া হয় এবং যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন তাঁদের বাড়িতে থাকার সুযোগ দেওয়া হয়।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৭ সংখ্যা_২৮ সেপ্টেম্বর, ২০২০)

 

Check Also

সব রাজ্যের সব শাসকের ভরসা ‘খয়রাতি’তেই

গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট নাগরিকদের অধিকার। প্রতিনিধি নির্বাচনের অধিকার। বিধানসভা, লোকসভার মতো আইনসভাগুলিতে কে জনগণের প্রতিনিধিত্ব …