দখলিকৃত বনাঞ্চলের সমস্ত মানুষকে পাট্টা দেওয়া, এলাকার সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাজ, পাট্টা জমিকে চাষযোগ্য করা সহ নানা দাবিতে ৩ সেপ্টেম্বর পুরুলিয়ায় ‘জনঅধিকার সুরক্ষা কমিটি’ আড়ষা শাখার পক্ষ থেকে আড়ষা ফরেস্ট রেঞ্জ অফিসারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। পাঁচ শতাধিক মহিলা-শিশু-ছাত্র-যুব-বৃদ্ধ মিছিলে পা মেলান। আদিবাসী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলে নেতৃত্ব দেন এলাকার গণআন্দোলনের নেতা সাগর আচার্য, অনাদি কুমার, রামপিরিত মাহত, প্রহ্লহলাদ সিং লায়া, বিজয় সিং মুড়া প্রমুখ।