দীর্ঘ টালবাহানার পর অবশেষে স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কথা আদালতে স্বীকার করেছে স্কুল সার্ভিস কমিশন। এই প্রসঙ্গে এআইডিওয়াইও-র রাজ্য সম্পাদক মলয় পাল ৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, বঞ্চিত চাকরিপ্রার্থীদের দীর্ঘ আন্দোলনের চাপে এবং আদালতের সদর্থক পদক্ষেপের ফলে এসএসসি-র চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়ায় ভয়াবহ দুর্নীতির কথা কবুল করতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, ৯৫২ জনের মধ্যে ৮০০ জনের চাকরি বাতিলের পথে যেতে বাধ্য হচ্ছে কমিশন। ৮৪ শতাংশ চাকরি বাতিল, দুর্নীতির ব্যাপকতা ও ভয়াবহতাকেই প্রমাণ করল। কিন্তু যাদের লড়াই ও আন্দোলনে আজ এই নির্দেশ, তারা দীর্ঘ ৭০০ দিন রাস্তায় বসে। এদের ন্যায্য চাকরি আজও অধরা। নিয়োগের এই ব্যাপক দুর্নীতির দায় তৃণমূল সরকারেরও। তাই দুর্নীতিগ্রস্তদের শাস্তির পাশাপাশি বঞ্চিত চাকরিপ্রার্থীদের অবিলম্বে নিয়োগের ব্যবস্থা সরকার ও কমিশনকে করতে হবে।