আইডিবিআই ব্যাঙ্কের নিরাপত্তার দায়িত্বে থাকা কন্ট্রাক্ট কর্মীদের একটা বড় অংশ এখনও পর্যন্ত জুন, জুলাই এবং আগস্ট মাসের বেতন পাননি। অবিলম্বে তিন মাসের বেতন একসঙ্গে দেওয়া, প্রতিটি কর্মীর বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়া, পিএফ-ইএসআইয়ের টাকা মাসে মাসে জমা দেওয়া সহ বিভিন্ন দাবিতে আইডিবিআই ব্যাঙ্ক কন্ট্র্যাক্ট এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃত্বে দেড় শতাধিক কর্মী প্রথমে ব্যাঙ্কের সামনে, পরে সিজিএম (পূর্বাঞ্চল) অফিসের সামনে বিক্ষোভ দেখান। সিজিএম বকেয়া বেতন যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়ার জন্য ভেন্ডারের উপর চাপ সৃষ্টি করার এবং অন্যান্য সমস্যাগুলিও বিবেচনার আশ্বাস দেন। নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি জগন্নাথ রায়মণ্ডল, সহসভাপতি বরুণ চক্রবর্তী এবং সম্পাদক গৌরীশঙ্কর দাস।