বর্তমান শিক্ষাবর্ষেই প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু, কুসংস্কারমুক্ত বিজ্ঞানভিত্তিক সিলেবাস প্রণয়ন, মেয়াদ বৃদ্ধির চালাকি বন্ধ করে ষষ্ঠ পে–কমিশনের সুপারিশ প্রকাশ ও দ্রুত কার্যকর, ডাইস রিপোর্টে উল্লেখিত প্রাথমিক শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতনক্রম চালু, ইন্টার্ন শিক্ষক নয় প্রতি বছর প্রশিক্ষণপ্রাপ্তদের স্থায়ীভাবে নিয়োগ, এস এস কে–গুলিকে প্রাথমিক বিদ্যালয়ের সমমর্যাদা প্রদান ইত্যাদি ১২ দফা দাবিতে ৯ জুলাই বিপিটিএ–র উদ্যোগে প্রাথমিক শিক্ষকরা বিকাশভবন অভিযান করেন৷
বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা এবং অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ৷ সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অজিত হোড়৷ সমিতির পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর দপ্তর, পে–কমিশন এবং সিলেবাস কমিটিতে ডেপুটেশন দেওয়া হয়৷