করোনা অতিমারির সময়ে বিশ্বের ৯৯ শতাংশ মানুষেরই রোজগার কমেছে। নতুন করে ১৬ কোটি মানুষ নেমেছেন দারিদ্রসীমার মধ্যে। অথচ বিশ্বের প্রথম ১০ জন বিত্তশালীর মোট সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে ১.৫ লক্ষ কোটি ডলার (১১১ লক্ষ কোটি টাকারও বেশি)। দিনে ৯ হাজার কোটি টাকা করে বেড়েছে তাঁদের সম্পদ। শেষ দু’বছরে তাঁদের সম্পত্তি যা বেড়েছে, তা গত ১৪ বছরেও বাড়েনি। এ তথ্য প্রকাশিত হয়েছে অ’ফ্যাম রিপোর্টে। ভারতের ছবিও আলাদা কিছু নয়। গত দু’বছরে ভারতে বিলিয়ন ডলারের মালিকের সংখ্যা (অন্তত ৭৪০০ কোটি টাকার সম্পদ যাদের) ৩৯ শতাংশ বেড়ে হয়েছে ১৪২ জন। এদের মোট সম্পদ ৫৩ লক্ষ কোটি টাকা। এই ধনকুবেরদের সম্পদ এতটাই বেড়েছে যে, প্রথম ১০ জনের মোট সম্পদ ব্যবহার করলে আগামী ২৫ বছর দেশের স্কুলশিক্ষা এবং উচ্চশিক্ষা দেওয়া যাবে নিখরচায়।