এস ইউ সি আই (কমিউনিস্ট) দল ও ছাত্র সংগঠন এ আই ডি এস ও–র দীর্ঘ আন্দোলনের জয়
প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু ওড়িশায়
পশ্চিমবঙ্গেও এখনই চালু করতে হবে
এস ইউ সি আই (সি) দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৩ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, ‘‘সংবাদমাধ্যমে আজ প্রকাশিত হয়েছে যে ওড়িশার শিক্ষামন্ত্রী বদ্রীনারায়ণ পাত্র গতকাল ঘোষণা করেছেন, তাঁর রাজ্য সরকার আগামী ২০১৯–এর শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ–ফেল চালু করবে৷ অথচ পশ্চিমবঙ্গ সরকার এখনও সেই সিদ্ধান্ত গ্রহণ করেনি, যদিও ২০১৭ সালের ১৭ জুলাই আমাদের দলের ডাকা সাধারণ ধর্মঘটের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী লিখিতভাবে অবিলম্বে পাশ–ফেল চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷
এই পরিপ্রেক্ষিতে আমাদের দাবি, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার পরস্পর দায় ঠেলাঠেলি না করে পশ্চিমবঙ্গে অবিলম্বে এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করুক রাজ্য সরকার, যাতে আগামী ১ জানুয়ারি শুরু হওয়া সেশনেই পাশ–ফেল চালু হয়৷’’