আগামী শিক্ষাবর্ষেই প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল ফেরানোর দাবিতে ২০–২১ ডিসেম্বর অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির ডাকে জেলায় জেলায় অনুষ্ঠিত হল ডিএম এবং ডিআই দপ্তরে শিক্ষক ও শিক্ষানুরাগী মানুষদের অবস্থান ও গণডেপুটেশন৷ ২১ ডিসেম্বর কলকাতার ডিআই দপ্তরে এই কর্মসূচিতে কমিটির সাধারণ সম্পাদক কার্তিক সাহা বলেন, আন্দোলন শিথিল করা চলবে না৷ কারণ শিক্ষামন্ত্রীর ঘোষণার পরেও ধোঁয়াশা কাটেনি৷
অবস্থানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীদের পক্ষে তপতী মিত্র, আশিস বসু, শম্পা সরকার ও প্রদীপ প্রামাণিককে নিয়ে গঠিত এক প্রতিনিধি দল প্রাথমিক ও মাধ্যমিক দুই ডিআই–এর হাতে দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন৷ সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কমিটির জেলা সম্পাদক স্বপন চক্রবর্তী সহ অরুণ দত্ত, অমিয় জানা, সুমিতা মুখার্জী, শর্মিষ্ঠা চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ৷ সভাপতিত্ব করেন বনশ্রী চক্রবর্তী৷