পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষে সভাপতি ও সম্পাদক যথাক্রমে সুচেতা কুণ্ডু ও কেকা পাল ১৬ এপ্রিল মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে পৌর স্বাস্থ্যকর্মীদের কয়েকটি দাবি তুলে ধরেন। চিঠিতে বলা হয়, রাজ্যের ১২৭টি পৌরসভায় এই কর্মীরা এখন করোনা ভাইরাস প্রতিরোধে পরিশ্রম করছেন। নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে এঁরা যে কাজ করে চলেছেন, তার ফলে রাজ্য পোলিওমুক্ত হয়েছে, মা ও শিশুমৃত্যুর হার কমেছে, জননী সুরক্ষার হার বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় আগামী ছয় মাস তাঁদের অতিরিক্ত পাঁচ হাজার টাকা পারিশ্রমিক দেওয়ার জন্য আবেদন করা হয়েছে চিঠিতে। পাশাপাশি, আগের মতো ডেঙ্গু সচেতনতার কাজটিও তাঁরা যাতে করতে পারেন, তা-ও দেখার কথা বলা হয়েছে।