পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পুরুলিয়া জেলার অধিকাংশ চাষের এলাকাই ক্ষতিগ্রস্ত। যেসব অঞ্চলে ধান রোপণ করা গেছে, অসময়ের বৃষ্টিতে সেখানেও ঠিকমতো ফসল না হওয়ার আশঙ্কা। চাষি ফসলের দাম পাচ্ছে না, এদিকে কৃষি-উপকরণের দাম ক্রমাগত বেড়ে চলেছে। বিপুল সংখ্যক চাষি ঋণগ্রস্ত হয়ে পড়ছে। দিশেহারা কৃষকরা সন্তানদের পরিযায়ী শ্রমিকের কাজে পাঠাতে বাধ্য হচ্ছে।
এই পরিস্থিতিতে পুরুলিয়া জেলাকে খরাপীড়িত ঘোষণা, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিঘা প্রতি ১২ হাজার টাকা ক্ষতিপূরণ, গরিব মানুষদের সারা বছর কাজ, এমআরপি রেটে সার সহ অন্যান্য দাবিতে এআইকেকেএমএস-এর পুরুলিয়া জেলা কমিটির ডাকে ১ সেপ্টেম্বর জুবিলি পার্ক থেকে শুরু হয়ে একটি মিছিল জেলাশাসক দফতরে পৌঁছে সেখানে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রঙ্গলাল কুমার, সীতারাম মাহাতো এবং জেলা সম্পাদক সোমনাথ কৈবর্ত।