ঘাটাল-পাঁশকুড়া ৪ নম্বর রাজ্য সড়ক সম্প্রসারণের জন্য মেছোগ্রাম থেকে ঘাটাল পর্যন্ত রাস্তার দু’পাশে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ী বর্তমানে আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁরা ৩ ফেব্রুয়ারি গৌরায় এক সভায় মিলিত হয়ে পুনর্বাসনের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম হিসাবে গঠন করেছেন ‘ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক পার্শ্বস্থ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’। উপস্থিত ছিলেন মধুসদন মান্না, নারায়ণ চন্দ্র নায়ক, শক্তিপদ আদক, অঞ্জন জানা, পুলিন সাউ, কৃষ্ণমোহন মাজী প্রমুখ। সমিতির পক্ষ থেকে ৮ ফেব্রুয়ারি পাঁশকুড়া ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ১০ ফেব্রুয়ারি ঘাটালের এসডিও, পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গণডেপুটেশন দেওয়া হয়েছে। মধুসূদন মান্না ও নারায়ণ চন্দ্র নায়ককে উপদেষ্টা, শক্তিপদ আদককে সভাপতি, পুলিন সাউ ও কৃষ্ণমোহন মাজীকে যুগ্ম-সম্পাদক করে একটি শক্তিশালী কমিটি গঠিত হয়। সভায় তিন শতাধিক দোকানদার উপস্থিত ছিলেন।