পুঁজিবাদ বিরোধী সংগ্রাম তীব্রতর করতে, সংগ্রামী বামপন্থার উত্থান ঘটাতে রাজ্যের সমস্ত আসনে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীদের ভোট দিন
রাজ্যের ৪২টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে এস ইউ সি আই (সি) |
|
১. কোচবিহার প্রভাত রায় ২. আলিপুরদুয়ার রবিচন রাভা ৩. জলপাইগুড়ি হরিভক্ত সরদার ৪. দার্জিলিং তন্ময় দত্ত ৫. রায়গঞ্জ সুজনকৃষ্ণ পাল ৬. বালুরঘাট বীরেন মহন্ত ৭. মালদা উত্তর সুভাষ সরকার ৮. মালদা দক্ষিণ অংশুধর মণ্ডল ৯. জঙ্গিপুর সামিরুদ্দিন ১০. বহরমপুর আনিসুল আম্বিয়া ১১. মুর্শিদাবাদ বকুল খন্দকার ১২. কৃষ্ণনগর সেখ খোদাবক্স ১৩. রানাঘাট পরেশচন্দ্র হালদার ১৪. বনগাঁ স্বপন মণ্ডল ১৫. ব্যারাকপুর প্রদীপ চৌধুরী ১৬. দমদম তরুণ দাস ১৭. বারাসাত তুষার ঘোষ ১৮. বসিরহাট অজয় বাইন ১৯. জয়নগর জয়কৃষ্ণ হালদার ২০. মথুরাপুর পূর্ণচন্দ্র নাইয়া ২১. ডায়মন্ডহারবার অজয় ঘোষ ২২. যাদবপুর সুজাতা ব্যানার্জী ২৩. কলকাতা দক্ষিণ দেবব্রত বেরা ২৪. কলকাতা উত্তর বিজ্ঞান বেরা ২৫. হাওড়া শানওয়াজ ২৬. উলুবেড়িয়া মিনতি সরকার ২৭. শ্রীরামপুর প্রদ্যোৎ চৌধুরী ২৮. হুগলি ভাস্কর ঘোষ ২৯. আরামবাগ প্রশান্ত মালিক ৩০. তমলুক মধুসূদন বেরা ৩১. কাঁথি মানস প্রধান ৩২. ঘাটাল দীনেশ মেইকাপ ৩৩. ঝাড়গ্রাম সুশীল মাণ্ডি ৩৪. মেদিনীপুর তুষার জানা ৩৫. পুরুলিয়া রঙ্গলাল কুমার ৩৬. বাঁকুড়া তন্ময় মণ্ডল ৩৭. বিষ্ণুপুর অজিত বাউরি ৩৮. বর্ধমান পূর্ব নির্মল মাঝি ৩৯. বর্ধমান–দুর্গাপুর সুচেতা কুণ্ডু ৪০. আসানসোল অমর চৌধুরী ৪১. বোলপুর বিজয় দলুই ৪২. বীরভূম আয়েষা খাতুন
|
|
অন্য রাজ্যের প্রার্থী ওড়িশা ৮ আসাম ৬ বিহার ৮ উত্তরপ্রদেশ ৪ ছত্তিশগড় ৩ দিল্লি ২ গুজরাট ২ হরিয়ানা ৪ ঝাড়খণ্ড ৫ কর্ণাটক ৮ কেরালা ৯ তামিলনাড়ু ৪ অন্ধ্রপ্রদেশ ২ তেলেঙ্গানা ২ মধ্যপ্রদেশ ৩ মহারাষ্ট্র ১ পাঞ্জাব ১ রাজস্থান ১ ত্রিপুরা ১ উত্তরাখণ্ড ১ পুদুচেরি ১
বিধানসভায় প্রার্থী ওড়িশা ২৪ অন্ধ্রপ্রদেশ ৩
|