পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল পুনরায় চালু প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৩ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, আমাদের দলের তরফ থেকে প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। কিন্তু কেন্দ্রীয় সরকার কেবল পঞ্চম ও অষ্টম শ্রেণি থেকে পাশ-ফেল চালু করল। এটা আমাদের আন্দোলনের আংশিক জয়। পাশ-ফেল তুলে দেওয়ায় শিক্ষার প্রভূত সর্বনাশ হয়েছে। আরও ক্ষতি যাতে না হয় তার জন্য এবং শিক্ষার মানোন্নয়নের স্বার্থে আমরা অবিলম্বে প্রথম শ্রেণি থেকেই পাশ-ফেল চালু করার দাবি জানাচ্ছি।
সারা ভারত সেভ এডুকেশন কমিটির সম্পাদক তরুণকান্তি নস্করও একই দাবি জানিয়েছেন।