কোচবিহারে দীর্ঘদিন ধরে ভূমিহীন মানুষ বাস করছেন খাস জমিতে। বারে বারে পাট্টার আবেদন করেও তাঁরা পাট্টা পাচ্ছেন না। অন্য দিকে দীর্ঘ দিনের বাসিন্দা পাট্টাধারীদেরও খতিয়ানের জন্য ঘুরতে হচ্ছে বছরের পর বছর। এই অবস্থায় পাট্টা ও খতিয়ানের দাবিতে ২১ এপ্রিল তুফানগঞ্জ বিএলঅ্যান্ডএলআরও দফতরে ডেপুটেশন দেয় এআইকেকেএমএস-এর এক নং ব্লক কমিটি।