ভারত-পাকিস্তান সীমান্তের হুসেনিওয়ালা। শতদ্রু নদীর বাঁধের উপরের রাস্তা ধরে কিছুটা এগোলেই চেকপোস্ট। এই চেকপোস্টের আগে অবস্থান করছে ‘হুসেনিওয়ালা শহিদ স্মারকস্থল’। ১৯৩১ সালের ২৩ মার্চ স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার তিন বীর বিপ্লবী ভগৎ সিং, শুকদেব ও রাজগুরুকে ফাঁসি দেওয়ার পর ব্রিটিশ পুলিশ এই জায়গাটিতেই মৃতদেহগুলি জ্বালিয়ে দিয়েছিল।
এই স্মারকস্থলে এআইডিএসও-র পক্ষ থেকে ২৩ মার্চ শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সর্বভারতীয় অফিস সম্পাদক ও পাঞ্জাব রাজ্য ইউনিটের আহ্বায়ক কমরেড শিবাশিস প্রহরাজ, সর্বভারতীয় কার্যকরী সমিতির সদস্য কমরেড রাহুল সরকার। প্রতি বছর এই সময়ে শহিদ স্মারকস্থলে অনুষ্ঠিত মেলায় পাঞ্জাব সহ উত্তর ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। মেলায় সংগঠনের পক্ষ থেকে একটি বুকস্টল হয়। বহু মানুষ আগ্রহ নিয়ে সংগঠনের নানা বইপত্র সংগ্রহ করেন।