নিয়মিত ও ন্যায্য বেতনের দাবিতে আইডিবিআই ব্যাঙ্কে ঘেরাও

আইডিবিআই ব্যাঙ্কে চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীরা নিয়মিত ও ন্যায্য বেতন থেকে দীর্ঘ দিন বঞ্চিত। প্রচলিত আইনে প্রতি মাসের বেতন পরের মাসের ১০ তারিখের মধ্যে পাওয়ার কথা থাকলেও আইডিবিআই ব্যাঙ্কের কন্ট্রাকচুয়াল কর্মীরা এক মাসের বেতন অনেক সময়ই দু-তিন মাস পরে পাচ্ছেন। অন্যদিকে বিভিন্ন ভেন্ডর কন্ট্রাক্টরা ইচ্ছাকৃতভাবে মাসের পর মাস প্রাপ্য বেতনের কম বেতন দিচ্ছেন। এ বিষয়ে অগ্রণী ভেন্ডরের নাম হল ‘সিসা’। এই নিয়ে একাধিকবার ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে জানিয়ে কোনও ফল না হওয়ায় ৮ জুলাই আইডিবিআই ব্যাঙ্ক কন্ট্রাক্ট এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃত্বে কলকাতায় ব্যাঙ্কের সেক্সপিয়র সরণি জোনাল অফিস ঘেরাও করা হয়।

ওই দিন সকাল ৮টা থেকে অফিসের মূল ফটক আটকে কর্মীরা অবস্থান-বিক্ষোভ শুরু করেন। জোনাল প্রধান, সিজিএম সহ অন্যান্য অফিসার ও কর্মচারীরা কাজে যোগ দিতে না পেরে অপেক্ষা করতে বাধ্য হন। অন্যান্য অফিসের কর্মী সহ বহু পথচলতি মানুষও অবরোধে সামিল হয়ে আন্দোলনকে সমর্থন জানান। ২ ঘণ্টা অবরোধের পর পুলিশের মধ্যস্থতায় সিজিএম আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হন। দীর্ঘ আলোচনায় কর্তৃপক্ষ দাবিসমূহের যৌক্তিকতা স্বীকার করে তা দ্রুত পূরণের প্রতিশ্রুতি দেন। আন্দোলনে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি জগন্নাথ রায়মণ্ডল, অশোক সাহা, ইউসুফ মোল্লা, নির্মল মাঝি, মনোজ মণ্ডল প্রমুখ।

গণদাবী ৭৪ বর্ষ ৪৮ সংখ্যা ২২ জুলাই ২০২২