সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্তির প্রক্রিয়া সরল করা, সারা বছর কাজ অথবা তার সাপেক্ষে ভাতা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, নির্মাণকর্মী ও তার পরিবারের সন্তান-সন্ততিদের শিক্ষা ও চিকিৎসার দাবিতে এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা নির্মাণকর্মী ইউনিয়নের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ২২ মার্চ কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে। তিন শতাধিক নির্মাণকর্মী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
রক্তপতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলন সূচনা করেন ইউনিয়নের সভাপতি কমরেড দীপক দেব। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন ইউনিয়নের সম্পাদক কমরেড শান্তি ঘোষ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস। তিনি বলেন, নির্মাণকর্মীদের বার্ধক্য জনিত পেনশন ও দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ সহ সামাজিক সুরক্ষা বৃদ্ধির দাবিতে আন্দোলন তীব্রতর করতে হবে। বলেন, সারা দেশে বেকার সমস্যা লাগামহীন ভাবে বেড়ে চলেছে। সরকারি, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র সহ কল-কলকারখানায় স্থায়ী কর্মী নিয়োগ প্রায় বন্ধ। ফলে বিপুল সংখ্যক শিক্ষিত ও শিক্ষা বঞ্চিত বেকার যুবক এই রাজ্য বা অন্য রাজ্যে নির্মাণকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন। এই শ্রমিকদের উপর চলছে নির্মম শোষণ ও বঞ্চনা। এর বিরুদ্ধে রাজ্যে রাজ্যে বিক্ষোভ সংঘটিত হচ্ছে। এই বিক্ষোভগুলিকে শ্রমিক মুক্তি আন্দোলনের মহান নেতা ও এআইইউটিইউসি-র প্রয়াত সভাপতি কমরেড শিবদাস ঘোষের চিন্তার আলোকে উন্নত আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে গড়ে তুলতে হবে। ধনী গরিবে বিভাজিত এই সমাজে শ্রমিক শ্রেণির মুক্তির লক্ষে্য নির্মাণকর্মীদের আন্দোলন পরিচালিত করা ও আন্দোলনের মধ্য দিয়ে শ্রেণিচেতনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কমরেড শান্তি ঘোষকে সভাপতি ও কমরেড পূর্ণচন্দ্র বেরাকে সম্পাদক করে ৩৩ জনের রাজ্য কমিটি গঠিত হয়।