পানিহাটি জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে ১ জুন পর্যাপ্ত পানীয় জল, নিকাশি ব্যবস্থার উন্নতি সহ নানা দাবিতে পৌরপ্রধানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক নিতাই ব্যানার্জি, সভাপতি রমেন্দ্র নাথ মালাকার এবং ডাক্তার স্বপন বিশ্বাস।
৩১ মে পর্যন্ত আগরপাড়া মহাজাতি মোড়ে স্বাক্ষর সংগ্রহ করা হয়। প্রায় ৮ শতাধিক মানুষ স্বাক্ষর দেন দাবিপত্রে। পানীয় জলের সমস্যা চলছে প্রায় দু’সপ্তাহ ধরে। যুদ্ধকালীন তৎপরতায় জল সরবরাহের স্বাভাবিক গতি ফিরিয়ে আনা, মহাজাতি মোড় থেকে বিটি রোড পর্যন্ত বেহাল আগরপাড়া স্টেশন রোডের দ্রুত মেরামত, জমা জলের সমস্যা দূর করতে বর্ষার আগে নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবি জানানো হয়। নাগরিকদের সচেতন করতে তাদের জলের অপচয় বন্ধ করা এবং প্ল্যাস্টিক ব্যবহার বন্ধ করার আবেদন জানানো হয়েছে। রাস্তা মেরামত, পানীয় জল ও নিকাশির সুষ্ঠু সমাধানের প্রতিশ্রুতি দেন পৌরপ্রধান। না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছে সংগঠন।