দামিনীর মৃত্যু দিবস ২৯ ডিসেম্বর অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কলকাতা জেলা কমিটি কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত এক দৃপ্ত মিছিল করে। ওই দিন সংগঠনের নদীয়া জেলা কমিটি বারুইপাড়া এবং কৃষ্ণনগর শহরে পথসভা, শোকবেদিতে মাল্যদান ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান করে। এর মধ্য দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তীব্র আন্দোলনের শপথ গ্রহণ করা হয়।