এস ইউ সি আই (সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২২ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন,
‘‘২১ ডিসেম্বর একটি নোটিস জারি করে কেন্দ্রের বিজেপি সরকার ঘোষণা করেছে দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্যের উপর সরকার নজরদারি করবে৷ এজন্য ১০টি কেন্দ্রীয় সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ যে কোনও ব্যক্তি তার নিজস্ব কম্পিউটারে কী তথ্য রেখেছেন, তা খুঁজে দেখবে তারা৷ যারা কম্পিউটারের তথ্য আদান–প্রদান ও জমা রাখার কারিগরি ব্যবস্থা দিয়ে থাকে, তারাও বাধ্য থাকবে এই তথ্য সরকারকে দেওয়ার জন্য৷ ব্যক্তির নিজস্ব পরিসরে নগ্ন হানাদারির এই পদক্ষেপ একটি ফ্যাসিবাদী পরিকল্পনা৷ বিজেপি সরকার জানিয়েছে ২০০৯ সালে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট যা কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার প্রণয়ন করেছিল তার জোরেই এই নোটিস জারি করা হয়েছে৷ এটা প্রমাণ করে, যখন যে বুর্জোয়া দলই সরকারে বসে তারাই নাগরিকের ব্যক্তিগত পরিসরের উপর আক্রমণ চালায় জনগণের ক্ষোভ ও ক্রোধ থেকে সরকারকে বাঁচাবার জন্য৷ আমরা অবিলম্বে এই নোটিস প্রত্যাহারের দাবি করছি৷’’