নরেন্দ্র মোদি বলেছেন, বাংলা থেকে ইডি যে ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, নতুন সরকার তৈরি হওয়ার পর তা গরিব মানুষকে ফেরত দেওয়ার ইচ্ছে আছে তাঁর। খুব ভাল কথা। এই টাকা তো জনগণকে ফিরিয়ে দেওয়াই উচিত।
এর সাথে আর একটা হকের টাকা যে জনগণের পাওনা আছে, মোদিজি তা ভুলে গেলেন? নির্বাচনী বন্ডের মাধ্যমে ১২ হাজার কোটি টাকা ঝুলিতে ভরেছে ভোটবাজ দলগুলি, বিজেপি একাই তার অর্ধেক নিয়েছে। সে টাকা দিয়েছে যে কোম্পানিগুলি তারা ওষুধের দাম বাড়িয়ে, বিদ্যুতের দাম বাড়িয়ে নানা ভাবে ক্রেতাকে শোষণ করে সে টাকা উশুল করে নিয়েছে দেশের সাধারণ মানুষের ঘাড় ভেঙেই। এই টাকা তো গরিবের হকের পাওনা। মোদিজি বলুন না, ওই বেআইনি, অনৈতিক পথে পাওয়া টাকা জনগণের অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। বিজেপি নিজের ঘরের জমা থেকেই তা শুরু করুক না কেন! ২০১৪ সালে বিদেশ থেকে ‘কালা ধন’ উদ্ধার করে এনে দেশবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভরে দেবেন বলেছিলেন, মোদিজি! সেটা অবশ্য তাঁর যোগ্য সঙ্গতকারী অমিত শাহ ‘জুমলা’ অর্থাৎ ‘কথার কথা’ বলে উড়িয়ে দিয়েছিলেন। এবারেরটাও কি তাই? ‘মোদি কি গ্যারান্টি’ মানেই কি তা হলে জুমলা!