নন্দীগ্রাম আন্দোলনের শহিদ স্মরণ

১০ নভেম্বর নন্দীগ্রাম ভূমি আন্দোলনের শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল এসইউসিআই(সি)। দলের রাজ্য কমিটির সদস্য এবং ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সম্পাদক নন্দ পাত্র তাঁর বক্তব্যে সেই গৌরবময় আন্দোলনের দিনগুলির স্মৃতিচারণা করে বলেন, ভারতবর্ষের একমাত্র সফল ‘সেজ’ বিরোধী আন্দোলন হয়েছে নন্দীগ্রামে। নন্দীগ্রাম শাসকের দম্ভকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই আন্দোলন গড়ে তুলতে এসইউসিআই(সি)-র গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি তুলে ধরেন। তিনি আরও বলেন, নন্দীগ্রাম ভূমি রক্ষার আন্দোলনের শহিদ দিবসের মঞ্চকে শাসক ও বিধানসভার প্রধান বিরোধী দল তাদের কায়েমি স্বার্থে ব্যবহার করছে। আমরা তাই বাধ্য হয়ে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে আলাদা ভাবে শহিদ দিবস পালন করছি।

এই শহিদ স্মরণ সভায় উপস্থিত ছিলেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড প্রণব মাইতি, জেলা কমিটির সদস্য কমরেড ভবানী প্রসাদ দাস, কমরেড প্রদীপ দাস, নন্দীগ্রাম লোকাল কমিটির সম্পাদক কমরেড মনোজ কুমার দাস সহ অন্যান্য নেতৃত্ব।

গণদাবী ৭৬ বর্ষ ১৪ সংখ্যা ২৪ নভেম্বর ২০২৩