নকশালবাড়িঃ ৯ নভেম্বর নকশালবাড়ি বিএমওএইচ-এর কাছে ৭ দফা দাবিতে আশা কর্মীরা ডেপুটেশন দেন ও বিক্ষোভ দেখান। বক্তব্য রাখেন দার্জিলিং জেলা ইনচার্জ নমিতা চক্রবর্তী। এ ছাড়া নেতৃত্ব দেন ব্লক সম্পাদক ফাল্গুনী বর্মন, বনানী সাহা, মমতা সাহা, স্মিতা আগরওয়াল, কৌশল্যা পাখরিন, ছায়া রানি রিজল, কুষদলা লোহার।
উলুবেড়িয়াঃ হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন ব্লকের নেতৃত্বকারী আশাকর্মীদের নিয়ে উলুবেড়িয়া বাজারপাড়ায় ৯ নভেম্বর একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি শ্রমিক সংগঠন অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন। বকেয়া ভাতা মেটানো, আক্রান্তদের প্রাপ্য টাকা মেটানো প্রভৃতি দাবিতে আন্দোলন জোরদার করতে নভেম্বর মাসে ফরম্যাট জমা না দেওয়ার সিদ্ধান্ত হয়। সমস্যার সমাধান না হলে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করবেন বলে আশা কর্মীরা শপথ নেন।