রাজ্য সরকারের শ্রম দপ্তর গত ৪ বছরে ৭ বার হোসিয়ারি শ্রমিকদের নূ্যনতম মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করলেও তা কার্যকর হয়নি। অবিলম্বে সরকারি ঘোষণা অনুসারে রেট বৃদ্ধির দাবিতে ৩ এপ্রিল এআইইউটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে শ্রম দপ্তরের জয়েন্ট লেবার কমিশনারকে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছিল। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
সেইমতো মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ১৭ এপ্রিল নিমতৌড়িতে শ্রম দপ্তরের অফিসে তিনি সভা ডাকলেও মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত হননি। তবে মালিক অ্যাসোসিয়েশনের পক্ষে একটি চিঠিতে ১৯ এপ্রিল থেকে ২০২২ সালের মজুরিবৃদ্ধি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। মেকার মালিকদের রাজ্য সংগঠনের পক্ষ থেকে শ্রম দপ্তরের অতিরিক্ত শ্রম কমিশনারকে দেওয়া একটি চিঠির প্রতিলিপিও ওই চিঠির সাথে দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ৩.৭৫ শতাংশ হারে এই মজুরিবৃদ্ধি কার্যকর করা হবে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে শ্রমিকদের কাজের উপর এই বর্ধিত রেট দেওয়া হবে। ইউনিয়নের জেলা কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক, জেলা সভাপতি মধুসূদন বেরা, যুগ্ম সম্পাদক তপন কুমার আদক ও নব শাসমল অভিযোগ করেন, ২০২২ সালের বর্ধিত রেট দেওয়ার কথা বলা হলেও এখনও শ্রম দপ্তরের ঘোষণা মতো তিন বছরের বর্ধিত রেট কার্যকর করার বিষয়ে ওই চিঠিতে কোনও উল্লেখ নেই। অবিলম্বে ওই মজুরি বৃদ্ধি কার্যকর করা না হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে নামবে।