কেন্দ্রের মোদি সরকার লোকসভায় এবং রাজ্যসভায় চূড়ান্ত অগণতান্ত্রিক দিল্লি বিল পাশ করিয়ে নিয়েছে। ‘ন্যাশনাল ক্যাপিট্যাল টেরিটরি অব দিল্লি (অ্যামেডমেন্ড) বিল-২০২১’ এর তীব্র বিরোধিতা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৩ মার্চ এক বিবৃতিতে বলেছেন, এই বিলে বলা হয়েছে, কেন্দ্রের প্রতিনিধি লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি ছাড়া দিল্লি রাজ্যের নির্বাচিত সরকার কোনও সিদ্ধান্ত কার্যকর করতে পারবে না। সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে আজও যতটুকু গণতন্ত্রের অবশেষ আছে, নির্বাচিত সরকারকে আমলাতন্ত্রের অধীনস্থ করার মধ্য দিয়ে তাকে কেড়ে নেওয়া হচ্ছে। সমস্ত সাংবিধানিক সংস্থা, প্রতিষ্ঠান, বিচার-বিভাগ, এমনকী নির্বাচিত সরকারকেও রাবার স্ট্যাম্পে পরিণত করা শাসক বিজেপির ফ্যাসিবাদী চক্রান্তেরই অন্যতম অঙ্গ। এর পরিণাম ভয়ঙ্কর।
গণতন্ত্র ধ্বংস এবং ফ্যাসিস্ট স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার সব রকম চক্রান্তের বিরুদ্ধে গণতন্ত্রপ্রিয় মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।