২৯ সেপ্টেম্বর দার্জিলিং শহরের জিডিএনএস হলে বিদ্যুৎ গ্রাহকদের আঞ্চলিক কনভেনশন অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট গ্রাহকরা আবেগের সাথে অংশগ্রহণ করেন। অর্ধ শতাধিক গ্রাহকের উপস্থিতিতে অ্যাবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস স্মার্ট প্রি-পেইড মিটারের গ্রাহকস্বার্থ বিরোধী দিকগুলি তুলে ধরে ব্যাপক গ্রাহক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়াও বিশিষ্ট শিক্ষক সি কে শর্মা, ডি কে ব্যোমজান, গীতা ছেত্রী, বি এস গজমের, চন্দন বসাক প্রমুখ বক্তব্য রাখেন। সকলেই স্মার্ট মিটার চালুর বিরুদ্ধে উদ্বেগের সঙ্গে আলোচনা রাখেন। কনভেনশন থেকে রাজেশ গুরুংকে সভাপতি, অনিল গুরুংকে সম্পাদক করে ২২ জনের অ্যাবেকার দার্জিলিং শহর অ্যাডহক কমিটি গঠিত হয়। আগামী দিনে বিদ্যুতের অফিস, জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অথরিটি) এবং জেলাশাসক দপ্তরে গ্রাহক বিক্ষোভ ও ডেপুটেশনের কর্মসূচি গৃহীত হয়েছে।