ত্রিপুরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মতোই বর্তমান মুখ্যমন্ত্রী আরও ১০০টি মদের দোকান খোলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।এর প্রতিবাদে এআইএমএসএস, এআইডিওয়াইও, এআইডিএসও ১ জানুয়ারি আগরতলায় এক বিক্ষোভ সভার আয়োজন করে।দাবি ওঠে– অবিলম্বে রাজ্য সরকারকে মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে, অপসংস্কৃতি রোধে সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিশু ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। বক্তব্য রাখেন এআইডিএসও-র রাজ্য সভাপতি মৃদুলকান্তি সরকার, এআইএমএসএসের রাজ্য সভানেত্রী শিবানী দাস।
এআইডিওয়াইও-র রাজ্য সভাপতি ভবতোষ দে বলেন, এমনিতেই রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, শিশু পাচার, ইভটিজিং-এর মতো ঘটনা বেড়ে চলেছে। গ্রাম শহর কোথাওই ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা বিন্দুমাত্র নেই। গাঁজা, ড্রাগ সহ বিভিন্ন ধরনের নেশায় ছাত্রযুবকরা দিশেহারা। মদের লাইসেন্স পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।