গত দু’সপ্তাহ ধরে ‘তেলেঙ্গানা স্টেট রোড কর্পোরেশনে’র কর্মীদের বিক্ষোভের জেরে প্রায় থমকে গেছে তেলেঙ্গানার স্বাভাবিক জনজীবন৷ হায়দরাবাদ সহ ৩৩টি জেলায় গত দু’সপ্তাহ ধরে চলছে পরিবহণ ধর্মঘট৷ সরকার স্কুল–কলেজে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে৷ সেপ্টেম্বর মাসের বেতন পাননি কর্মীরা৷ আত্মহত্যা করেছেন এক কর্মী৷ এই অবস্থায় বেতন ও কাজের সুরক্ষার দাবিতে ধর্মঘট শুরু করেন পরিবহণ কর্মীরা৷ সরকার তাঁদের দাবি না শোনায় তাঁরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ এস ইউ সি আই (সি) সহ বিরোধী দলগুলি ১৯ অক্টোবর তেলেঙ্গানা ধর্মঘটের ডাক দেয়৷ ধর্মঘটের দিন বিক্ষোভ চলাকালীন দলের তেলেঙ্গানা রাজ্য সম্পাদক কমরেড মুরাহরি সহ কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ৷ এ আই ডি এস ও সহ ছাত্র সংগঠনগুলিও বিক্ষোভ দেখায় এবং পুলিশ ছাত্র নেতা–কর্মীদের গ্রেপ্তার করে৷