এসইউসিআই(সি)-র রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৩ মার্চ এক বিবৃতিতে বলেন, ‘‘রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে আজ ছাত্র ধর্মঘটে অংশগ্রহণকারী ছাত্রদের উপর যেভাবে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, বিশেষত ছাত্রীকর্মীদের মারধর করেছে, জামা-কাপড় ছিঁড়ে দিয়েছে, এমনকি তৃণমূল সরকারের পুলিশও হামলা করে গ্রেফতার করেছে, থানার মধ্যে ছাত্রীদের পর্যন্ত প্রবল মারধর করেছে–আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
হামলায় অনেকেই গুরুতর আহত। ছাত্রদের উপর শিক্ষামন্ত্রীর গাড়ি চালিয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনার পর শাসকদলের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের নিন্দা জানানোর কোনও ভাষাই যথেষ্ট নয়। এই ঘটনা বিগত সরকারগুলির আমলে কলেজ-বিশ্ববিদ্যালয়ের গেটে ছাত্রদের ওপর দুষ্কৃতীদের হামলার বীভৎসতার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। রাজ্যের গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষকে এই হামলার প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’’