তিন কালা আইনের প্রতিবাদে দিল্লিতে সভা আইনজীবীদের

তামিলনাড়ু ও পণ্ডিচেরির আইনজীবীদের আহ্বানে ২৯ জুলাই দিল্লির যন্তরমন্তরে তিনটি দানবীয় ফৌজদারি আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের ও পার্শ্ববর্তী রাজ্যগুলির আইনজীবীরা এই সভায় অংশগ্রহণ করেন। এসইউসিআই(সি) হরিয়ানা রাজ্য কমিটির সম্পাদক আইনজীবী কমরেড রাজেন্দর সিং হরিয়ানার রিওয়ারি বার অ্যাসোসিয়েশনের পক্ষে এই সভায় বক্তব্য রাখেন।

কমরেড রাজেন্দর সিং বলেন, এই আইনগুলি শুধুমাত্র আইনজীবী ও বিচারব্যবস্থার বিরুদ্ধেই নয়, সর্বস্তরের জনসাধারণেরও বিরুদ্ধে। এই আইনগুলির মাধ্যমে পুলিশ-প্রশাসনের হাতে অনেক বেশি ক্ষমতা কেন্দ্রীভূত হবে। ফৌজদারি আইনশাস্ত্রের ধারণাগুলিও পাল্টে যাবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ন্যায়বিচার পাবে না, অভিযুক্তের বিচার হবে না। বিচারব্যবস্থা আরও দুর্বল হয়ে যাবে, শাসক বুর্জোয়া শ্রেণি আরও শক্তিশালী হয়ে উঠবে। দেশজুড়ে বিভিন্ন রাজ্যের বার কাউন্সিল ও অন্যান্য আইনজীবী সংগঠনগুলিকে একত্রিত করে আন্দোলন গড়ে তোলার এটাই সঠিক সময়।