রানাঘাট মহকুমা সহ নদিয়া জেলা জুড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। অথচ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ডাক্তার নেই, ডেঙ্গু মশার লার্ভা মারার জন্য নিয়মিত কীটনাশক ছড়ানোর ব্যবস্থা নেই, রক্ত পরীক্ষার রিপোর্ট পেতেও অনেক দেরি হচ্ছে। ফলে বহু রোগীর চিকিৎসায় বিলম্ব ঘটছে।
এই অবস্থায় ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য অতিরিক্ত চিকিৎসক নিয়োগ, নিয়মিত কীটনাশক ছড়ানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ১১ আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হয়।