Breaking News

ডিএ বৃদ্ধি ভিক্ষাতুল্যঃ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতি

ফাইল চিত্র

অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক কার্তিক সাহা এক বিবৃতিতে বলেন, রাজ্য সরকার ঘোষণা করেছে ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ দেওয়া হবে। দীর্ঘ আন্দোলনের চাপে অবশেষে চার শতাংশ ডিএ ঘোষণা হল। এ ভিক্ষার সমতুল্য। ৩০ শতাংশ ডিএ বকেয়া, অথচ সেখানে মাত্র ৪ শতাংশ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বিধায়ক মন্ত্রীদের হাজার হাজার টাকা বেতন ভাতা বাড়ছে, সেখানে এই সামান্য বৃদ্ধি অবসরপ্রাপ্তদের জীবনে কোনও সুরাহা আনবে না। আমাদের সুস্পষ্ট দাবি– অবিলম্বে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে।