রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার মহান দার্শনিক লেনিনের প্রয়াণ শতবর্ষে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০ ডিসেম্বর ‘লেনিন ও সমাজতন্ত্র’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার জন্য সুনির্দিষ্ট হলঘরের অনুমতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেওয়া সত্ত্বেও টিএমসিপি প্রবল চাপ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বাধ্য করে অনুমোদন বাতিল করতে। শেষে হলঘরের সামনের মাঠে প্রকাশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রছাত্রীরা টিএমসিপি-র বাধা উপেক্ষা করে প্রকাশ্য সভায় যোগ দেন। সভা চলাকালীন টিএমসিপি-র সদস্যরা এসে সভা ভণ্ডুলের চেষ্টা করে ব্যর্থ হয়। ছাত্র সংহতি পত্রিকা এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজিত এই আলোচনা সভায় আলোচক ছিলেন ছাত্র সংহতি পত্রিকার সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের পক্ষে আসিফ আলম, পূজা সরকার, বন্দনা লোহার সহ অন্যরা।