জোড়াবাগানে বালিকা খুন, শাস্তির দাবিতে মিছিল

৪ ফেব্রুয়ারি কলকাতার জোড়াবাগান এলাকায় নয় বছরের বালিকাকে যৌন নির্যাতন চালিয়ে খুন করে বাড়ির সিঁড়িতে ফেলে যায় দুষ্কৃতীরা। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। জনবহুল এলাকায় কী করে এই ঘটনা ঘটল সেই প্রশ্নও উঠেছে। ঘটনার প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস-এর পক্ষ থেকে আহিরীটোলা মোড় থেকে মিছিল করে জোড়াবাগান থানায় বিক্ষোভ দেখানো হয় ও ডেপুটেশন দেওয়া হয়। দাবি করা হয়, ফরেন্সিক তদন্তের রিপোর্ট দ্রুত প্রকাশ করতে হবে, ঘটনার সাথে যুক্ত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে, এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে টহলদারি পুলিশের ভ্যান ও তার সংখ্যা বাড়াতে হবে, এলাকার মদ ও মাদকের প্রসার রোধে প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানবাধিকার সংগঠন সিপিডিআরএস ৬ ফেব্রুয়ারি জোড়াবাগান থানায় ডেপুটেশন দেয় এবং অভিযুক্তকে জামিন-অযোগ্য ধারায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানায়।