জেলায় জেলায় বাস ভাড়ায় ব্যাপক অসঙ্গতি আন্দোলনে এসইউসিআই (সি)

 

পেট্রল–ডিজেলের মূল্যবৃদ্ধির অজুহাতে ১১ জুন থেকে সারা রাজ্যে বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের পরিবহণ দপ্তর৷ কিন্তু একই দামে ডিজেল কিনলেও ভাড়াবৃদ্ধি এক এক জেলায় এক এক রকম৷ হাওড়া, ২৪ পরগণা ও কলকাতা জেলায় টিকিট প্রতি ১ টাকা ভাড়া বাড়ালেও পূর্ব–পশ্চিম মেদিনীপুর জেলা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেখানে কিলোমিটার প্রতি ভাড়া ছিল ৬০ পয়সা তা ৭০ পয়সা প্রতি কিমি বাড়ানো হয়েছে৷ এর ফলে বেশি দূরত্বের যাত্রীদের টিকিট প্রতি যা ভাড়া ছিল তার থেকে ৬/৮/১০ টাকা বেশি ভাড়া বাড়ানো হয়েছে৷ এর ফলে ক্ষুব্ধ বাসযাত্রীদের সঙ্গে বাস কর্মীদের তর্ক–বিতর্ক এমনকী সংঘর্ষও ঘটছে৷ এসইউসিআই(সি) দল এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের পাশাপাশি প্রশ্ন তুলেছে, হাওড়া–২৪ পরগণা–কলকাতার বাসভাড়ার সঙ্গে মেদিনীপুর জেলার ভাড়ার এত বৈষম্য কেন? এই যুক্তি ও দাবি বাসযাত্রীরা সমর্থন করে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন বাসে বাসে৷ তাঁরা বলছেন, তেলের দাম বেড়েছে তার জন্য টিকিট প্রতি ১ টাকার বেশি দেব না৷ বাসকর্মচারীরাও একান্তে বলছেন, মেদিনীপুরে এত বেশি ভাড়া বেড়েছে যে যাত্রীদের কাছে তা চাইতে সংকোচ হচ্ছে৷

(৭০ বর্ষ ৪৫ সংখ্যা ২৯ জুন, ২০১৮)