Breaking News

জেলায় জেলায় আশাকর্মীরা আন্দোলনে

 

পূর্ব বর্ধমান

সিপিএম গেল, তৃণমূল এল– কিন্তু ৫৪ হাজার আশাকর্মীর সরকারি কর্মীর স্বীকৃতি জুটল না। অথচ এঁরা সরকার দ্বারা নিয়োজিত। এআইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের লাগাতার আন্দোলনের চাপে কিছু কিছু দাবি আদায় হলেও, ভাতা কিছুটা বাড়লেও তাঁদের মূল দাবি এখনও সরকার উপেক্ষা করছে।
সম্প্রতি এক মাসের ভাতা ৮ কিস্তিতে দেওয়ার খামখেয়ালি সিদ্ধান্ত চাপানো হয়েছে। এর বিরুদ্ধে বিক্ষোভ চলছে জেলায় জেলায়। ৭ জানুয়ারি কলকতায় হবে কেন্দ্রীয় বিক্ষোভ।

পশ্চিম মেদিনীপুর

 

শ্যামপুর, হাওড়া গ্রামীণ

গণদাবী ৭৪ বর্ষ ২১ সংখ্যা ৩১ ডিসেম্বর ২০২১