Breaking News

জেলায় জেলায় নির্বাচনী কর্মীসভা

পুরুলিয়া

কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি বাতিলের দাবিতে এবং বামপন্থার মর্যাদা রক্ষার্থে রাজ্যের ৪২টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে এস ইউ সি আই (সি)। দলের নির্বাচনী কর্মকাণ্ডকে সাজিয়ে নিতে রাজ্যের সমস্ত লোকসভা কেন্দ্রেই নির্বাচনী কর্মীসভা হচ্ছে।

পশ্চিম মেদিনীপুরঃ ১৯ মার্চ মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এস ইউ সি আই (সি) প্রার্থী কমরেড অনিন্দিতা জানার সমর্থনে দুই শতাধিক কর্মীকে নিয়ে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয় নারায়ণগড় ব্লকের ডাঙরপাড়াতে। উপস্থিত ছিলেন প্রার্থী নিজে এবং দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অনুরূপা দাস, পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক কমরেড তুষার জানা, নারায়ণগড় -২ লোকাল কমিটির সম্পাদক কমরেড শ্যামাপদ জানা প্রমুখ।

পুরুলিয়াঃ ২০ মার্চ এস ইউ সি আই (সি) পুরুলিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন দলের পলিটবুরো সদস্য কমরেড অমিতাভ চ্যাটার্জী। এ ছাড়াও বক্তব্য রাখেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড পঞ্চানন প্রধান। সভা পরিচালনা করেন পুরুলিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কমরেড কমরেড অসিত ভট্টাচার্য।

কোচবিহার ও আলিপুরদুয়ারঃ কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের এসইউসিআই(সি) প্রার্থী যথাক্রমে কমরেড দিলীপ চন্দ্র বর্মন ও কমরেড চন্দন ওরাওঁয়ের সমর্থনে ২১ মার্চ কোচবিহার শহরের সুকান্ত মঞ্চে দুই লোকসভা কেন্দ্রের দলীয় কর্মীদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন দলের পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসু।

পশ্চিম মেদিনীপুর
  কোচবিহার