জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে সারা ভারত প্রতিবাদ দিবস পালিত

হাওড়া

শিক্ষার প্রাণসত্তা হরণকারী সর্বনাশা জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির উদ্যোগে ৮ ডিসেম্বর সারা ভারত প্রতিবাদ দিবস পালিত হল। রাজ্য রাজ্যে রাজধানী শহর ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলিতে ওই দিন অবস্থান, রাজ্যপালের কাছে ডেপুটেশন, প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এ রাজ্যে জেলা সদর ও অন্যান্য শহরগুলিতে কর্মসূচি পালিত হয় এবং রাজ্যপালকে স্মারকলিপি দেওয়া হয়।

প্রসঙ্গত সর্বনাশা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে গত ৩০-৩১ অক্টোবর এক সর্বভারতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে ইরফান হাবিব, রোমিলা থাপার, সুখদেব থোরাট, জওহর নেশন, চন্দ্রশেখর চক্রবর্তী, বিমল চ্যাটার্জী সহ প্রথিতযশা শিক্ষাবিদ, বুদ্ধিজীবীরা এই শিক্ষানীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। সম্মেলনে নবগঠিত সর্বভারতীয় কমিটি এই আন্দোলনকে দেশজুড়ে ছড়িয়ে দিতে এই প্রতিবাদ দিবসের ডাক দিয়েছিল।

বর্ধমান শহর

 

তমলুক

গণদাবী ৭৪ বর্ষ ১৯ সংখ্যা ১৭ ডিসেম্বর ২০২১